মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডিসে 16, 2023
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে সকাল ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Similar topics for you...This topic continues below.
বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়। একইসময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
অতঃপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
১৯৭১ সালের এই দিনে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনী মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তৎকালীন পাকিস্তানী হানাদার বাহিনীর লেফটেন্যান্ট জে: আমির আবদুল্লাহ খান নিয়াজী, ভারত এবং মুক্তিবাহিনী যৌথবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জাগজিত সিং আরোরার কাছে লিখিত ভাবে আত্মসমর্পণ করে এবং আনুষ্ঠানিকভাবে বিজয় লাভ করে বাঙালিরা এবং গঠিত হয় স্বাধীন বাংলাদেশ।
আর এ থেকেই আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশী মুক্তিযোদ্ধারা অন্তিম বিজয় পায়। অভভুদ্বয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। তাই প্রতি বছর ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করি আর এই বিজয়ের কঠিন ইতিহাস ও গৌরব থেকে আমরা ব্যক্তিগত জীবনেও অনুপ্রাণিত হই।