মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই ইউএনও-ওসিদের বদলি: ইসি
ডিসে 2, 2023
আসন্ন ২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
আজ শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি আরো বলেন যে মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন ইসি। এছাড়া এই বদলির কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলে জানান অশোক কুমার দেবনাথ।
তিনি জানান যে সকল স্বতন্ত্র প্রার্থীসহ অন্য সব প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে ইসি।
আগামী ২০২৪ এর দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে এসব বদলি করা হবে যা নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই তথ্য চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন থেকে জানানো হয়।
উল্লেখ্য যে আগামী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশন সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সব ইউএনওর বর্তমান কর্মস্থলে ১ বছরের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে বলে জানায় নির্বাচন কমিশন।
এছাড়া নির্বাচন কমিশন দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচন কমিশন মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আগামী ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এরপর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে নির্বাচনের মূল প্রচার-প্রচারণা।