রাজধানীতে চলছে গণপরিবহণ সংকট, যাত্রীদের ভোগান্তি
আগ 4, 2024 / GMT+6
কোটা সংস্কার আন্দোলন, এক দফা সরকারের পতনের অসহযোগ আন্দোলন, এবং সরকারি দলের পালটা জমায়েতের কারণে রাজধানীর সড়কে গণপরিবহণের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অফিসগামীদের কর্মস্থলে পৌঁছাতে বড় ধরনের ভোগান্তি হচ্ছে। গণপরিবহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকারের পতনের জন্য একদফা ঘোষণা করেছেন। রবিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন শুরু করার পাশাপাশি জাতীয় সরকার গঠনের দাবি তুলেছেন তারা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়টি নিয়ে গড়া এই প্ল্যাটফর্ম সরকারের পদত্যাগের দাবি করেছে।
এরই প্রেক্ষিতে চলমান ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির জন্য সারাদেশে গণপরিবহণ কম দেখা গেছে। এমনকি চলমান গণপরিবহণ গুলোতে যাত্রীদের উপচে পরা ভীড়। তবে অলিগলিগুলো ও সড়কে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে যারা ভাড়া চাচ্ছেন দ্বিগুনের চেয়েও বেশি।
রাজধানীর প্রধান সড়কগুলোতে পুলিশের উপস্থিতি বেশ লক্ষণীয় । জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
উত্তরা থেকে মৌচাকগামী আবছার কাদের একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি জানান, সকাল ৭টা থেকে সড়কে আছেন। গণপরিবহণের অভাবে রিকশা ও অটোরিকশাচালকরা বেশি ভাড়া চাচ্ছিল। প্রায় ৪৫ মিনিট পর একটি গণপরিবহণ পেলেন, যা যাত্রীতে ভরা ছিল। খুব কষ্ট করে তাতে উঠতে হয়েছে।
সকাল ৯টায় অফিস ধরতে বের হওয়া যাত্রী শান্ত মাহমুদ বলেন, খিলখেত মোড়ে এসে কোনো বাস পেলেন না। কয়েক মিনিট অপেক্ষার পরও বাসের দেখা পেলেন না। দেখলেন, তার মতো অসংখ্য অফিসগামী যাত্রীও বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।