রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার

রাজধানী ঢাকার মেরুল বাড্ডার একটি বাসা থেকে ১০ ভারতীয়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল ভারতীয় পোশাক ও কসমেটিক্স পাওয়া যায়। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) মেরুল বাড্ডার ওই বাসায় ডিবি পুলিশ অভিযান চালায় এবং এতে ১০ ভারতীয়কে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র থেকে জানানো হয় যে, গ্রেফতারকৃত ভারতীয়রা বাংলাদেশে রেলপথে শুল্ক ফাঁকি দিয়ে ইন্ডিয়ান পণ্য নিয়ে আসতো। এছাড়া এসময় পাসপোর্ট দেখাতে বললে এদেরমধ্যে ৫ জন এর পাসপোর্ট ছিল না বলে জানানো হয়।

ডিএমপি জানায় যে, ভারতীয় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে এনে সেগুলো দেশে বিক্রি হতো। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান যে দেশ থেকে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ড এর দামি ফোনগুলো কোথায় যায় সেগুলোর তদন্ত করতে গিয়েই এই চক্রের খোঁজ পান তারা।

এই আসামিরা চোরাই ফোনের আইএমই নাম্বার পরিবর্তন করে ভারতে পাঠিয়ে দিতো বলেও জানান ডিএমপির ডিবি প্রধান জানান যে তারা বিভিন্ন চোরাই ফোনের আইএমই নাম্বার পরিবর্তন করে সেগুলো ভারতে পাঠিয়ে দিতো । এছাড়া তিনি জানান যে, এসব ভারতীয়দের ঢাকায় যে বাসায় গোডাউন ছিল সেটির মালিক অনলাইনে এসব পণ্য নিয়ে বেবসা পরিচালনা করতেন।

এখনো এসব অপরাধীর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!