লেবাননে সাঁজোয়া যান পাঠাচ্ছে ফ্রান্স
নভে 6, 2023
ফ্রান্স লেবাননের সেনাবাহিনীতে কয়েক ডজন সাঁজোয়া যান পাঠাবে, যাতে লেবাননের সামরিক বাহিনী দেশে দেশজুড়ে টহল পরিচালনা করতে পারে। সোমবার প্রকাশিত ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর এক মন্তব্য থেকে এ তথ্য জানা গেছে।
Similar topics for you...This topic continues below.
খাগড়াছড়িতে বন্ধ যান চলাচল, রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
সোমবার (৬ নভেম্বর) ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নো ফ্রান্সের জাতীয় দৈনিক ল’রিয়েন্ট লে জৌরকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘আমরা বেশ কিছু সাঁজোয়া যান লেবাননে পাঠাচ্ছি। এসব সাঁজোয়া যান দেশটির সামরিক বাহিনীর সদস্যদের টহলের জন্য সহয়াক হবে। লেবানের সঙ্গে আমাদের মিত্রতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে যান পাঠানো হচ্ছে। পরিস্থিতি যতই কঠিন হোক, লেবাননের সঙ্গে আমাদের মিত্রতা অটুট থাকবে।’
এছাড়াও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন লেবাননের সামরিক বাহিনীকে ওষুধ সহায়তা প্রদান করা এবং সদস্যরা যেন স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারে, সেজন্য শিগগিরই দেশটির সরকারের সঙ্গে একটি যৌথ কর্মসূচি নেওয়া হবে।