আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ ভোরে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল ৭টা ৫ মিনিটে দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ৭টা ৬ মিনিটে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্কস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এসময় একইসাথে বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর একটি চৌকস দল।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

১৯৭১ সালের এ দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে তৎকালীন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার আল-বদর, আল-শামসরা। তাই আজ এই দিনটি দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
 
১৪ ডিসেম্বর ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন দখলদার বর্বর পাকিস্তানি বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার কাছে আত্মসমর্পণ করে এবং একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!