শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে গাজা: জাতিসংঘ, ফিলিস্তিনিদের প্রাণহানি ১০ হাজার ছাড়াল
নভে 7, 2023 / GMT+6
শিশুদের জন্য গাজা কবরস্থানে পরিণত হচ্ছে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। প্রতিটি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতি অতি জরুরি হয়ে পড়েছে বলে জানান তিনি। এদিকে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরাইলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে অবরুদ্ধ গাজা। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তিনি আরো বলেন, প্রতি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে।
এদিকে সর্বশে তত্থ মতে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত ইসরাইলের হামলায় মোট ১০ হাজার ২২ জন নিহত হয়েছেন যার মধ্যে ৪ হাজার ১০৪ জনি শিশু এছাড়া ২ হাজার ৬৪১ নারী নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় আহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি। সোমবার (৬ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
যমুনা টিভি জানায় -