Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

শুক্রবার থেকে গাজায় ত্রাণ দেয়া হবে: জো বাইডেন

     অক্টো 19, 2023

ইসরাইলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার (২০ অক্টোবর) থেকে ত্রাণ দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এয়ার ওয়ান ফোর্স থেকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।

Similar topics for you...
This topic continues below.

দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বোমা হামলায় রাফা ক্রসিংয়ের গাজা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তা মেরামত করতে হবে মিসর সরকারকে। এ কারণেই শুক্রবার থেকে গাজায় ত্রাণ বিতরণ করা হবে। গাজা থেকে মিসরে প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথ এই রাফা ক্রসিং।

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা যেতে দিতে রাজি হয়েছে ইসরাইল।

বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরাইল সফরে গিয়ে দেশটির নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান।

পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে মিশর থেকে গাজায় ত্রাণ যেতে বাধা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, মিশর থেকে পাঠানো মানবিক ত্রাণ সহায়তা গাজায় পৌঁছাতে বাধা দেবে না ইসরাইল। তবে তা গাজার দক্ষিণাঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের জন্য খাবার, পানি ও ওষুধ হতে হবে। হামাসের কাছে যাতে ওই সহায়তা না পৌঁছায়। তবে কখন থেকে মিশর থেকে পাঠানো ত্রাণ গাজায় ঢুকতে দেওয়া হবে সে বিষেয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।  

জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরাইল সীমান্ত থেকে গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা যেতে দেওয়া হবে না বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘মিসর সরকারকে রাফা ক্রসিংয়ের রাস্তা মেরামত করতে হবে। যার কারণে গাজাবাসীরা শুক্রবার থেকে ত্রাণ পাবেন।’

‘গাজার লাইফলাইন’ খ্যাত রাফা ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ-আল-সিসি। তবে শুধুমাত্র নির্ধারিত কিছু ত্রাণবাহী ট্রাকের জন্য ক্রসিংটি খুলে দেয়া হবে। 

 বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট সিসি গাজা উপত্যকায় মানবিক সহায়তাবাহী ২০টি ট্রাকের জন্য রাফা ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন।’ 

বাইডেন আরও বলেন, ‘তবে হামাস যদি এসব ট্রাক বাজেয়াপ্ত করে বা প্রবেশ করতে না দেয় তাহলে রাফা ক্রসিং আবারো বন্ধ করে দেয়া হবে।’ 

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জাতিসংঘে মানবিক সহায়তার জন্য ‘জরুরি এবং শক্তিশালী আন্তর্জাতিক প্রতিক্রিয়া’ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।

Share on

Subscribe Now

Keep updated with the latest news!