সচিবালয় এলাকায় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ: ৪ শতাধিক সদস্য আটক
ছাত্র-জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধকারী ৪ শতাধিক আনসার সদস্যকে আটক করা হয়েছে।
ছাত্র-জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধকারী আনসার সদস্যরা পালিয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয় ও আশপাশের এলাকা থেকে দুই নারীসহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে।
রোববার রাতের দিকে আটক করা আনসার সদস্যদের ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল থানাসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়।
রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশ ভ্যানে করে বিভিন্ন থানায় পাঠানো হয় বলে প্রত্যক্ষদর্শিরা জানা।
রাত দুইটার দিকে সচিবালয়ের দুই নম্বর গেটে দেখা যায়, যেসব আনসার সদস্য ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে আশ্রয় নিয়েছিলেন, তাদের সেখান থেকে বের করে সড়কে দাঁড় করানো হয়েছে। তবে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা চারপাশে সতর্ক অবস্থানে ছিলেন।
সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাঠিপেটার অভিযোগ উঠেছে।
আনসারের একদল সদস্য সরকারের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে- এ খবর শুনা মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ে যায় এবং সংঘর্ষ বাঁধে।
এ সময় গুলির ঘটনাও ঘটে। পরে ছাত্ররা শিক্ষা ভবনের দিকে চলে যায় এবং আনসার সদস্যদের স্থান ত্যাগ করার সুযোগ দেয়। কিন্তু আনসার সদস্যরা স্থান ত্যাগ করে না। বরং ছাত্রদের ওপর আরো বেশি চড়াও হতে থাকে।
একপর্যায়ে ছাত্ররা একত্রিত হয়ে আনসারদের ধাওয়া করলে তারা দৌড়ে জিরো পয়েন্টের দিকে চলে যান। সেখানে আবারও সংঘটিত হয়ে ছাত্রদের ধাওয়া করেন। এতে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হাতে বাঁশের লাঠি ও স্ট্যাম্প দেখা যায়। এই ঘটনায় আনসার সদস্য, সাংবাদিক এবং শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে আনসার সদস্যরা তাদের ওপর মারমুখি হয়ে ওঠেন। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে যান।
রাত সোয়া ১০টার দিকে সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, অনেক শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।