আজ বুধবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এ কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন যে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
এছাড়া আজ (১৭ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার নিউমার্কেট এলাকায় সুবিধাবাদী বিএনপি-জামায়াত জঙ্গি ক্যাডারদের হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজ আলীসহ নিহতদের দেশব্যাপী গায়েবানা জানাজা করার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্রভ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বিএনপির হামলায় নিহত দেশের ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে দেশব্যাপী গায়েবানা জানাজা করার সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
এর আগে সকালে ওবায়দুল কাদের ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজ আলীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন।