Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

সরকারের শেষ একনেক সভায় প্রকল্প পাসের রেকর্ড

     নভে 10, 2023

গতকাল বৃহস্পতিবার বর্তমান সরকারের অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে । এই বৈঠকে রেকর্ড ৪৪ টি প্রকল্প পাস হয়েছে। যা এর আগে কোনো একনেক বৈঠকে এত প্রকল্প একবারে পাস হয়নি। ২০১৮ সালে নির্বাচনের আগে এননেক সভার শেষ বৈঠকে সর্বোচ্চ ৩৮টি প্রকল্প পাস করা হয়েছিল।

Similar topics for you...
This topic continues below.

বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে গতকাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয় যা বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তাই নির্বাচনের আগে আর কোনো  একনেক সভা হবে না।

এ সভায় ৪৪ টি প্রকল্প পাশ হয় যার ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ৯৪ কোটি টাকা। এর মধ্যে সরকার ২৯ হাজার ৯৫৩ কোটি টাকা বহন করবে এবং বিদেশি ঋণ থেকে পাওয়া যাবে ৭ হাজার ৫৭৯ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ১ হাজার ৫৬১ কোটি টাকা।

কেন এত প্রকল্প পাস করা হলো এ ব্যাপারে সভা শেষে সংবাদ সম্মলনে ব্যাখ্যা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, ‘আমরা প্রকল্প তৈরিতে পরিপক্ব হয়ে গেছি। প্রকল্প তৈরি করে করে পেকে পেকে দুর্দান্ত হয়ে গেছি।’

তিনি জানান পাস হওয়া ৪৪ টি প্রকল্পের মধ্যে ১৪ টি সংশোধিত প্রকল্প। যেগুলো পাস না করলে কাজ বন্ধ হয়ে যেত। আর আটটি প্রকল্প নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণচুক্তি হয়ে গেছে। আজ (গতকাল) এসব পাস না হলে টাকা পাওয়া যেত না। তিনি বলেছেন নির্বাচনের সঙ্গে এসব প্রকল্প পাসের সম্পর্ক নেই। আর লোক দেখানোর কিছু নেই। 

শেষ একনেক সভায় ৪৪টি প্রকল্প অনুমোদন এর ব্যাপারে যমুনা টিভি এক প্রতিবেদনে জানায় - 

 

Share on

Subscribe Now

Keep updated with the latest news!