সিলেটে গভীর রাতে টিলা ধসে এক পরিবারের চারজন নিহত, তিনজনের লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে একটি পুরোনো টিলা ধসে পড়েছে।
জুন 1, 2025 / GMT+6
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভারী বর্ষণের কারণে টিলা ধসে পড়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায়।
আজ রোববার (১ জুন) সকাল পৌনে সাতটার দিকে মাটিচাপা পড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন: টিলার পাদদেশে বসবাসকারী বাড়ির মালিক রিয়াজ উদ্দিন (৫০), তাঁর স্ত্রী রহিমা বেগম, কন্যা সামিয়া খাতুন (১৫) এবং ছেলে আব্বাস উদ্দিন (১৩)। রিয়াজ উদ্দিনের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি; বাকিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রিয়াজ উদ্দিনের মরদেহ মাটির গভীরে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গোলাপগঞ্জে টানা ভারী বর্ষণ চলছিল। শনিবার গভীর রাতে আলভিনা গার্ডেনের বিপরীত পাশে অবস্থিত একটি বাড়ির পাশের টিলা হঠাৎ ধসে পড়ে। ধসের ফলে ওই বাড়িটি সম্পূর্ণভাবে মাটিচাপা পড়ে, যেখানে রিয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন।
লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, রাত দুইটার দিকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা দীর্ঘ সময়েও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তিনি আরও বলেন, “স্থানীয় লোকজন নিজেরা উদ্ধারকাজে এগিয়ে এলেও ঝুঁকির কারণে তেমন কিছু করতে পারেননি।”
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, “টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। ফলে খবর পাওয়ার পরও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।”