নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন যে যদি কোনো প্রার্থী হাইকোর্টে প্রতিকার না পান সেক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই। তবে সময়মতো হাজির হয়ে যদি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারেন কিন্তু সেক্ষেত্রে হাইকোর্ট যদি সিদ্ধান্ত দেন তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন বলে জানান সচিব।
ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন যে আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আপিল প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যারা আপিল করেছেন তারা এখান থেকে শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানান অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার দেবনাথ জানান, সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল মোট ২,৭১৬টি যার মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। বৈধ প্রার্থী হয়েছে ১,৯৮৫ জন যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ।
উল্লেখ্য যে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দাখিলকৃত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন (ইসি)।