Get the best experience by installing our app!

0:00

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজেও যুক্ত হলো ভিউ ওয়ান্স অপশন। এর মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা দ্বিতীয়বার শুনতে পাবেন না ইউজার।

তবে এই ভিউ ওয়ান্স অপশন ছবি বা ভিডিও মেসেজে আরো দু’বছর আগেই  এনেছিল হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে আপনি কোনো ছবি বা ভিডিও পাঠালে তা একবার ক্লিক করে দেখলে আর দ্বিতীয়বার দেখতে পাবেন না। আকর্ষণীয় এই ফিচার ভিউ ওয়ান্স অপশন ব্যবহারের এটাই মজা যে আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন তিনি একবার এই তা দেখতে পারবে। 

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং (IM) এবং ভয়েস-ওভার-আইপি (VoIP) পরিষেবা। 

এই ফিচারের মাধ্যমে পাঠানো ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার যেভাবে কাজ করে, ভয়েস মেসেজেও সেভাবেই কাজ করবে। ফিচারটি সংবেদনশীল তথ্য শেয়ার শেয়ার করতে ইউজারদেড় নিরাপত্তার কথা বিবেচনা করে যোগ করা হয় এই প্লাটফর্ম এ। এর একটি উদাহরণ হিসেবে যেমন যদি আপনি আপনার ক্রেডিট কার্ডের নম্বর, গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য যা শুধুমাত্র একবার শোনা উচিত সেসকল মেসেজ এই ভিউ ওয়ান্স ব্যবহার করে  পাঠালে ভয়েস মেসেজটি গ্রাহকের অন্য কোনো ফোল্ডারে সেভ হয়ে থাকবে না এতে করে ইটা মাত্র একবারই শুনা যাবে ।


ভিউ ওয়ান্স ফিচার এর ভয়েস মেসেজ ছবি ও ভিডিওয়ের মতো একটি ওয়ান টাইম আইকন দিয়ে চিহ্নিত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে অন্য মেসেজ এর মতো ভিউ ওয়ান্স ভয়েস মেসেজগুলোও স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে বলে জানানো হয়।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!