আজ শনিবার (৯ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন যে মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচির নামে বিএনপি নাশকতা করার পরিকল্পনা করছে বলে মনে করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ নেই বরং যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের পক্ষের শক্তিকে নাশকতা ও গুপ্তহত্য প্রতিহত করার আহ্বান জানান।
তিনি জানান যে সামনের মানবাধিকার দিবসে আওয়ামী লীগ আনুষ্ঠানিক সমাবেশ করতে চেয়েছে কিন্তু অনুমতি দেয়া হয়নি। তবে বিএনপিকে অনুমতি দেবে কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয় বলে জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন নির্বাচনের বিরুদ্ধে বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়েছে। তারা তাতেও ক্ষান্ত হয়নি বরং নাশকতার পরিকল্পনা করছে বলে জানান তিনি। এছাড়া প্রায় ৩০০ পরিবহনে আগুন দিয়েছে এবং বাস ট্রেন পোড়াচ্ছে। বিএনপি সামনের মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচির নামে নাশকতা করার পরিকল্পনা করছে আর এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন ওবায়দুল কাদের।
যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না বলে মন্তব্য করেন তিনি। বিএনপির নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ আর এখন তারা আগুন দিচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের আরও বলেন যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো আর এ পথকে মসৃণ করার লক্ষ্যে আমরা বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এ প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে যোগ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, তাই নিষেধাজ্ঞার যৌক্তিক কোনো কারণ আমরা দেখছি না। এসময় তিনি বলেন যারা বরং নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, জ্বালাও- পোড়াও, গুপ্ত হামলা করছে এদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।