আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে দশটি বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদ রেখে ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ১৪০ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞপ্তিতে আগামী ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে যা ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির পদ পরবর্তীতে বাড়তে পারে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেখা যায় যে ক্যাডার পদ রাখা হয়েছে ৩,১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯ টি এবং টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে পদ রয়েছে ২০৭৪। তবে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি নিয়োগ হবে যা কিনা এক হাজার ৬৯৮ জন নেওয়া হবে এই পদে। এছাড়া বিসিএস সহকারী সার্জন ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে বলে জানা গেছে।
তবে এই বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশিত হলেও বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হয় যা পিএসসির নিয়োগ বিধিমালা অনুযায়ী উল্লেখিত।