আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে ইসিতে ৪ দলের আবেদন
নভে 18, 2023 / GMT+6
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে ৪ টি দল। দলগুলো হলো জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ শনিবার (১৮ নভেম্বর) ইসি সূত্রে তথ্যটি জানা গেছে।
এ ব্যাপারে ইসি সূত্র জানিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে যৌথভাবে নির্বাচনে অংশ নিতে গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) আবেদন করেছে জাসদ।
এরপর আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে আবেদন জমা দিয়েছে সাম্যবাদী দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টি (জেপি)।
তফসিল অনুযায়ী ১২ তম জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর। এসব মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্ব। আর রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর।