আজ থেকে নিয়োগ-বদলিতে ইসির অনুমতি লাগবে
নভে 16, 2023
আজ থেকে সরকারি কর্মকর্তাদের নিয়োগ এবং বদলির ক্ষেত্রে আগে থেকেই ইসির অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। তিনি আরো জানান স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বাদশ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে থেকেই পদত্যাগ করতে হবে।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
তফসিল পরবর্তী নির্বাচনী প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তিনি একথা বলেন।
এছাড়া ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত নির্বাচনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে কেউ ভোটের প্রচারণা চালাতে পারবেন না বলে জানান তিনি।
ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর। এসব মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর আর রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।