এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা

     নভে 20, 2023 / GMT+6

জাতীয় পার্টি আগামী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

দলটির মহাসচিব জানান যে তার দল নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছে। তবে এই প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এটি নয় বলে জানান তিনি।

এছাড়া তিনি বলেন নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই তার দল চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। তবে মহাজোটে নয়, এবার জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানান তিনি ।

তিনি আরো জানান যে, ‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল।’

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘দলের কোনো সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। তিনি কার সঙ্গে কী আলাপ-আলোচনা করেছেন, সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।’

জাতীয় পার্টি আজ সোমবার (২০ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে যা আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত চলবে। 

উল্লেখ্য যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!