দোহাজারী-কক্সবাজার রেলপথ ও সমুদ্রের শহরে আইকনিক স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

     নভে 11, 2023 / GMT+6

আজ চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার সমুদ্রসৈকতের কাছাকাছি নির্মিত দেশের প্রথম এছাড়া এশিয়ার মধ্যে বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে রেলপথ ও স্টেশন উদ্বোধন করেন তিনি।

এর আগে, বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারে পৌঁছে বেলা ১১টা ৩৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে পৌঁছান শেখ হাসিনা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি অনুষ্ঠানে অংশ নেয়া শেষে শিশুদের সঙ্গে ছবি তুলেন। এরপরই মঞ্চে উঠে সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। 

কক্সবাজার সমুদ্রসৈকতের কাছে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় ২৯ একর জমির উপর  ছয়তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন নির্মিত হয়েছে। আইকনিক রেলস্টেশনটির   ভবনটি ১ লাখ ৮৭ হাজার ৩৭ বর্গফুটের। 

দৈনিক ৪৬ হাজার মানুষের ধারণক্ষমতার শীতাতপনিয়ন্ত্রিত এই আইকনিক রেলস্টেশনে থাকছে ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্যকেন্দ্র, এটিএম বুথ ও প্রার্থনার স্থান।

আইকনিক এই রেলস্টেশনটিতে আরো থাকছে তারকা মানের হোটেল, শপিংমল, রেস্তোরাঁ, শিশুযত্ন কেন্দ্র, লাগেজ রাখার লকারসহ নানা সুবিধা।

মূল ভবনের নিচতলার রাখা হয়েছে টিকিট কাউন্টার, অভ্যর্থনা কক্ষ, লকার, তথ্যকেন্দ্র, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ ও পদচারী সেতুতে যাতায়াতের পথ। এছাড়া ভবনের দ্বিতীয় তলায় শপিংমল, শিশুযত্ন কেন্দ্র, রেস্তোরাঁ ইত্যাদি। তৃতীয় তলায় থাকছে ৩৯ কক্ষবিশিষ্ট তারকা মানের হোটেল, চতুর্থ তলায় রেস্তোরাঁ, শিশুযত্ন কেন্দ্র, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয়।

জানা গেছে জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বহু প্রতীক্ষার যাত্রীবাহী ট্রেন চলবে।

দোহাজারী-কক্সবাজার রেলপথের দৈর্ঘ ১০১ কিলোমিটার যার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আইকনিক এই রেলস্টেশন।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!