নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া বার্তা আইজিপির

     নভে 30, 2023 / GMT+6

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কড়া বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে অনিয়মের সঙ্গে যুক্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেছেন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন সিইসি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব, যোগ করেন আইজিপি ৷

হরতাল-অবরোধ এর ব্যাপারে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং আগের তুলনায় গাড়ি চলাচল ৮০ শতাংশ বেড়েছে। তিনি আরো জানিয়েছেন যে যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্ব। আর রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!