Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

শিগগিরই মুদ্রাস্ফীতির সমাধান হবে: প্রধানমন্ত্রী

     নভে 11, 2023

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পুরো বিশ্বে মুদ্রাস্ফীতির প্রভাব পড়লেও দেশে শিগগিরই মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ নভেম্বর) বিকেলে মহেশখালী উপজেলার মাতারবাড়ি টাউনশিপ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা জানিয়েছেন।

Similar topics for you...
This topic continues below.

বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন রশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধল, তখন স্যাংশন-কাউন্টার স্যাংশন, যার ফলে মুদ্রাস্ফীতি একটু বেড়েছে। কিন্তু সেটাও নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালিয়েছি। খুব শিগগিরই এই মূল্যস্ফীতি হ্রাস পাবে। মানুষ আরও ভালোভাবে চলতে পারবে বলে আশা করি।

প্রধানমন্ত্রী যোগ করেন

‘আমরা চাই আপনারা সুন্দরভাবে বাঁচুন। প্রত্যেক মানুষ সুন্দরভাবে বাঁচবে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যাতে মানুষ কষ্টে না থাকে, সেভাবেই কাজ করে যাচ্ছি। আপনাদের জীবনমান যাতে উন্নত হয়, নিরাপদ হয়, সে লক্ষ্যেই কাজ করছি।’

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার সমুদ্রসৈকতের কাছাকাছি নির্মিত দেশের প্রথম এছাড়া এশিয়ার মধ্যে বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন। 

যেখানে দৈনিক ৪৬ হাজার মানুষের শীতাতপনিয়ন্ত্রিত ধারণক্ষমতা থাকছে পাশাপাশি এই আইকনিক রেলস্টেশনে আরো থাকছে ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্যকেন্দ্র, এটিএম বুথ, প্রার্থনার স্থান, তারকা মানের হোটেল, শপিংমল, রেস্তোরাঁ, শিশুযত্ন কেন্দ্র, লাগেজ রাখার লকারসহ নানা সুবিধা।

Share on

Subscribe Now

Keep updated with the latest news!