গাজার একটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। অ্যাম্বুলেন্সে হামলায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। খবর- আল-জাজিরার। এছাড়া বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের জেনিন শহরে ইসরায়েলি স্থল বাহিনীর রাতভর অভিযানে নিহত হয়েছেন ১৩ জন ফিলিস্তিনি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৪ নভেম্বর) আল-জাজিরা জানায়, গাজায় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েল।
খবরে বলা হয়, গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।
তবে হামাস গাড়িটি ব্যবহার করছে - ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার জেনিন শহরে এবং শহরের একটি শরণার্থী শিবিরে সারা রাত অভিযান চালিয়েছে ইসরায়েলের স্থল বাহিনীর সেনারা। এতে শরণার্থী শিবিরে ৯ জন এবং জেনিন শহরে ৪ জন নিহত হয়েছেন।
সময় টিভি জানায় -