আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন এর পর রোহিঙ্গা সংকটে আসছে আরও ৮৭ মিলিয়ন ডলার

     ডিসে 13, 2023 / GMT+6

আজ বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান যে বাংলাদেশের জন্য আইএমএফ এর ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করেছে সংস্থাটি। এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতাদের জন্য ৮৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ইউএসএআইডি।

ঢাকার মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে ।

মার্কিন দূতাবাস জানায় যে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএআইডি এর নতুন এই অর্থায়নের মাধ্যমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা সহ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, ও স্বনির্ভরতা এবং জীবিকা সহায়তা দেয়ার জন্য কাজ করবে।

আইএমএফ এর ঋণের দ্বিতীয় কিস্তির বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান যে মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আইএমএফ এর নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য তারা ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়েছে।

আইএমএফ এর এই দ্বিতীয় কিস্তিতে ৬৮২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৭ হাজার ৪৯১ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে) ঋণ পাবে বাংলাদেশ। 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!