আপিল বিভাগের রায়ের পর কমিশন গঠনের সুযোগ নেই : তথ্য প্রতিমন্ত্রী

     জুল 13, 2024 / GMT+6

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, "কোটা সম্পর্কে অজ্ঞতার কারণেই আন্দোলনকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি করছেন।"

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অভিযোগ করেছেন যে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বারবার তাদের দাবি পরিবর্তন করে জনগণকে বিভ্রান্ত করছে। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেন তিনি। 

তিনি বলেন, আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই। বৈষম্য দূর করার জন্য কোটার প্রয়োজন উল্লেখ করে মোহাম্মদ আরাফাত জানান, জাতীয় সংসদে কোটা সমস্যার সমাধানের দাবি উত্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের বিষয় নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়, অথচ আন্দোলনকারীরা তা জেনেও নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সমস্যা সমাধানের দাবি করছেন। কোটার সম্পর্কে অজ্ঞতার কারণেই আন্দোলনকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি উত্থাপন করছেন বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, কোটা পরিবর্তনের আন্দোলন নয়, বরং আন্দোলনকারীদের অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে, সেটাই এখন প্রশ্ন। তিনি আরও বলেন, আন্দোলনকারীদের দাবির সঙ্গে সরকারের ইচ্ছা সংগতিপূর্ণ, তবে কিছু মানুষ এটিকে ভিন্ন পথে নিচ্ছে।

 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!