ইউএনওদের বদলির নির্দেশ ইসির

     ডিসে 2, 2023 / GMT+6

আগামী ২০২৪ এর দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে এসব বদলি করা হবে যা নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই তথ্য চিঠির মাধ্যমে  নির্বাচন কমিশন থেকে জানানো হয়।


চিঠিতে নির্বাচন কমিশন ইসি জানায় যে আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সব ইউএনওর বর্তমান কর্মস্থলে ১ বছরের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে বলে জানায় নির্বাচন কমিশন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ জানায় নির্বাচন কমিশন।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন যেখানে ৩০০ আসনের নির্বাচনে লড়তে চান ২ হাজার ৭৪১ জন প্রার্থী।

নির্বাচন কমিশন এর যাচাই-বাছাই শেষে আগামী ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে কমিশন।

এছাড়া মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এরপর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে নির্বাচনের মূল প্রচার-প্রচারণা।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!