ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই জানালো রাশিয়া
নভে 2, 2023 / GMT+6
ফিলিস্তিনে ইসরাইল নিজেই দখলদার শক্তি, তাই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। বুধবার হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। এসময় ফিলিস্তিনের বেসামরিক মৃত্যুর জন্য পশ্চিমাদের অবস্থানকে ‘ভণ্ডামি’ উল্লেখ করে তার নিন্দা জানান ভ্যাসিলি।
ইসরায়েলের সমালোচনা করে রাশিয়ার এই প্রতিনিধি বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব রাষ্ট্রগুলোর প্রচেষ্টা নিন্দাজনক।’
তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা দ্রুত বন্ধের দাবি জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় তিনি এ দাবি জানান।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, একমাত্র জিনিস যা পশ্চিমারা করতে পারে তা হলো, ইসরাইলের আত্মরক্ষার অনুমিত অধিকার সম্পর্কে অবিরত ঘোষণা। কিন্তু একটি দখলদার শক্তি হিসেবে, ইসরাইলের সেই অধিকার নেই।
ভ্যাসিলি নেবেনজিয়া হেগভিত্তিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (এইসিজে) দ্বারা ২০০৪ সালের একটি পরামর্শমূলক মতামত উদ্ধৃত করে বলেন, সেখানে বলা হয়েছে, দখলকৃত ভূখণ্ড থেকে হুমকির বিরুদ্ধে ইসরাইল আত্মরক্ষার অধিকারের বিষয়ে জাতিসংঘের সনদের দোহাই দিতে পারে না।
এসময় ইসরাইলের চলমান এই বর্বর আগ্রাসনের জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ি করেন।
নেবেনজিয়া বলেন, জাতিসংঘে রাশিয়ার তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র ইসরাইলকে এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
এদিকে বাইডেনের বক্তৃতা দেয়ার সময় এক নারী ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদ জানান। এ ব্যাপারে সময় টিভি জানায় -