ইসরায়েলকে অবশ্যই বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
অক্টো 30, 2023 / GMT+6
ইসরায়েলকে অবশ্যই গাজার বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েলি বাহিনীকে অবশ্যই হামাস যোদ্ধা ও বেসামরিক লোকদের পার্থক্য করতে পারতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) হোয়াইট হাউস থেকে ইসরায়েলকে এই সতর্কতা দেওয়া হয়। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য বুঝে ইসরায়েলকে অবশ্যই গাজার নিরপরাধ বাসিন্দাদের রক্ষা করতে হবে বলে রোববার হোয়াইট হাউস সতর্ক করে দিয়েছে। এছাড়া যুদ্ধ-বিধ্বস্ত এই ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মরিয়া হয়ে আহ্বান জানিয়ে চলেছেন বিশ্ব নেতারা।
গাজার বেসামরিক মানুষের জীবন অবশ্যই রক্ষা করতে হবে বলে রোববার ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস বলছে, রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ফোনকলে মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, যদিও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে আত্মরক্ষার সেই হামলা অবশ্যই ‘আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে করতে হবে যেখানে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে।’
এর আগে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘হামাস এবং বেসামরিক নাগরিকদের আলাদা করার জন্য নিজেদের হাতে থাকা সম্ভাব্য সব উপায় গ্রহণ করা উচিত ইসরায়েলের।’
এদিকে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। রাজধানী ব্রাসিলিয়ায় ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিষয়ে অবস্থান পরিষ্কার ব্রাজিলের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেনি হামাসকে। তাই ব্রাজিলও সংগঠনটিকে সন্ত্রাসী বলে মনে করে না।