ইসরায়েলি হামলায় নিখোঁজ হামাসের হাতে আটক ৬০ বন্দি, গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে
নভে 5, 2023 / GMT+6
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলার কারণে নিখোঁজ হয়েছেন তারা জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা। এদিকে সর্বশেষ তথ্য মতে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৬ হাজার ৪০০ জনেরও বেশি নারী ও শিশু। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ধ্বংস হয়ে গেছে ৫৫টি মসজিদ, ৩টি বিশ্ববিদ্যালয় ও ৩টি গির্জা।
গত মাসে ইসরায়েলে নজিরবিহীন হামলার পর প্রায় দুই শতাধিক মানুষকে বন্দি করে নিয়ে যায় হামাস। রোববার (৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়েছেন বলে হামাসের সশস্ত্র শাখা শনিবার জানিয়েছে। এর আগে গত মাসের শেষের দিকে হামাস বলেছিল, গাজায় ইসরায়েলি হামলায় তাদের হাতে বন্দিদের মধ্যে আনুমানিক ৫০ জন নিহত হয়েছেন।
ইজ এল-দ্বীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, নিখোঁজ ৬০ জন ইসরায়েলি বন্দির মধ্যে ২৩ জনের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তিনি বলেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনোই তাদের কাছে পৌঁছাতে পারব না বলে মনে হচ্ছে।
এদিকে গাজার প্রশাসনের বরাত দিয়ে রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৬ হাজার ৪০০ জনেরও বেশি নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়ে গেছে ৫৫টি মসজিদ, ৩টি বিশ্ববিদ্যালয় ও ৩টি গির্জা।।
এর মধ্যে ৩ হাজার ৯০০ শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারীও রয়েছেন।
এখন টিভি এক প্রতিবেদনে জানায় -