ইহুদি-বিদ্বেষীদের নাগরিকত্ব নয় : আইন করছে জার্মানি
অক্টো 26, 2023 / GMT+6
ইহুদি-বিদ্বেষীদের কখনও নাগরিকত্ব প্রদান না করা এবং কোনো অভিবাসীর বিরুদ্ধে যদি ইহুদি ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ প্রদর্শন সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে তার নাগরিকত্ব বাতিল সংক্রান্ত একটি আইন পাসের প্রস্তুতি নিচ্ছে জার্মানির পার্লামেন্ট। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসার বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘নাগরিকত্ব প্রদান সংক্রান্ত নতুন একটি আইন বুন্দেস্তাগে (জার্মানির পার্লামেন্ট) প্রক্রিয়াধীন রয়েছে। সেটি পাস হলে কোনো ইহুদি-বিদ্বেষীকে জার্মানির নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি যেসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তা ও বাতিল করা হবে।’