এক ঘণ্টার মধ্যে আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ
নভে 18, 2023 / GMT+6
গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা এক ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনারা। ১৮ নভেম্বর এই নির্দেশনা দেয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চিকিৎসক, রোগী, আশ্রয় নেয়া সাধারণ মানুষসহ সবাইকে এক ঘণ্টার মধ্যে হাসপাতাল প্রাঙ্গন ছাড়তে বলা হয়েছে নির্দেশনায়।
একজন চিকিৎসকের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী আমাদের সবাইকে এক ঘণ্টা সময় বেধে দিয়ে আল-রশিদ সড়ক দিয়ে সরে যেতে বলেছে। এটিকে আমরা সমুদ্র সড়ক বলে ডাকি।’
চিকিৎসক জানিয়েছেন, ইসরাইলিদের বেধে দেয়া সময়ের মধ্যে সব মানুষকে হাসপাতাল থেকে সরিয়ে নেয়া অসম্ভব। কারণ রোগী ও ইনকিউবেটরে থাকা শিশুদের অন্যত্র নিয়ে যাওয়ার কোনো অ্যাম্বুলেন্স তাদের কাছে নেই। এক ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশনাকে ‘একটি বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
এদিকে সর্বশেষ তথ্য মতে ইসরায়েলি বাহিনী গত ৪২ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে যার মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত ৫ হাজার।