একনেকে ৫২ হাজার কোটি টাকার ৩৭ প্রকল্পের অনুমোদন

     অক্টো 31, 2023 / GMT+6

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫২ হাজার ৬৬৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ৩৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ২১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা এবং ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

সভায় মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী ৩৭টি প্রকল্প অনুমোদন দেন। বাকি প্রকল্পগুলো পরবর্তী একনেক সভায় উত্থাপনের জন্য বলেছেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার। এ ছাড়া সভায়  ৬ টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া ২টি ভ্যাকসিন প্রকল্প টেবিলে উপস্থাপন করে পাস হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম সংবাদ সম্মেলন করেন। এসময় পরিকল্পনা কমিশনের সচিবরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, 


প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে তিনি বলেন, ‘সড়ক বেড়েছে, আবার সেগুলো প্রাকৃতিক কারণে ভাঙ্গছে বেশি। এগুলো মেরামত করতে হিমশিম খেতে হয়। মেরামত ব্যয় ব্যবস্থাপনা তহবিল গঠনের উদ্যোগ নিতে বলেছেন।’

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাজনীতির নামে যা চলছে, তা গ্রহণযোগ্য নয়। যখন দেশে ইতিবাচক পরিবর্তন হচ্ছে সেখানে বিনাশীকাজ পরিত্যাগ করা উচিত।’

প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের বিদেশি ঋণ দ্রুত ছাড় করারও তাগিদ দিয়েছেন তিনি।

সভায় ফিলিস্তিনে যুদ্ধ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।


প্রকল্পের অনুমোদন  বিষয়ে DBC News জানায় -



Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!