কানাডায় স্থায়ীভাবে বসবাসের বড় সুযোগ
নভে 9, 2023 / GMT+6
আগামী ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা এ সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়া জানায় চলমান শ্রমিক সংকটের সমাধানে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী শন ফ্রেজার।
চলতি বছর ২০২৩ সালের লক্ষ্যমাত্রা পূরণে কানাডা বর্তমান যে অভিবাসন নীতি রয়েছে তা অপরিবর্তিত রাখবে। তবে পরিকল্পনা অনুযায়ী জানা গেছে ২০২৪ সালে ওই নীতিতে পরিবর্তন আনা হবে এবং ২০২৬ সাল পর্যন্ত তা বহাল থাকবে।
কানাডার বর্তমান অভিবাসন পরিকল্পনা অনুয়াযী চলতি বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসী নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে ২০২৪ সালে নতুন করে ৪ লাখ ৮৫ হাজার এবং পরবর্তী ২ বছরে আরো ৫ লাখ করে মোট ১০ লাখ অভিবাসী নেবে দেশটি।