গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য বড় ভুল: বাইডেন
অক্টো 16, 2023 / GMT+6
গাজা দখল করা ইসরায়েলের জন্য ‘বড় ভুল’ হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় স্থল হামলা চালানোর সব প্রস্তুতি যখন সম্পন্ন করেছে ইসরায়েল তখন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে বড় ভুল।
গাজায় ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করবেন কি না জানতে চাইলে জো বাইডেন বলেন, ‘হামাস ও হামাসের কর্মকাণ্ড পুরো ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না। আমি মনে করি ইসরায়েলের জন্য আবার গাজা দখল করা হবে ভুল সিদ্ধান্ত।’
গাজায় ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করবেন কি না জানতে চাইলে জো বাইডেন বলেন, ‘এটি হবে একটি বড় ভুল। হামাস ও হামাসের কর্মকাণ্ড পুরো ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না। আমি মনে করি ইসরায়েলের জন্য আবার গাজা দখল করা হবে ভুল সিদ্ধান্ত।’
সিবিএস নিউজকে দেয়া রোববারের এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
তবে হামাসকে ‘চরমপন্থি’ উল্লেখ করে তাদের উৎখাত করার বিষয়ে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ‘ভেতরে (গাজায়) যেয়ে চরমপন্থিদের বের করে দেয়া প্রয়োজন।’
তিনি আরো বলেন, তিনি “আত্মবিশ্বাসী যে, ইসরায়েল অবশ্যই যুদ্ধের নীতি মেনেই পদক্ষেপ নিতে যাচ্ছে।”
মি. বাইডেন বারবারই বলেছেন, হামাসের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার অধিকার ও কর্তব্য রয়েছে ইসরায়েলের। গত সপ্তাহে চালানো হামাসের হামলাকে তিনি “শয়তানের কাজ” বলে অভিহিত করেন।
তিনি যুক্তরাষ্ট্রের জিম্মি হওয়া নাগরিক যারা এখনো জীবিত আছে তাদের “মুক্ত করতে” সম্ভাব্য সব কিছুই করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।
তিনি বলেন, “এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না, তবে এতটুকু বলছি যে, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”
এর আগে রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, ১৩ জন আমেরিকার নাগরিক নিখোঁজ রয়েছেন। তারা হামাসের কাছে জিম্মি হয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নৃশংসতা থামানো এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা।”