গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা ইলন মাস্কের, যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় ইসরায়েলের তীব্র হামলা

     অক্টো 28, 2023 / GMT+6

শনিবার এক ঘোষণায় গাজায় ইন্টারনেট সংযোগ দেয়ার কথা বলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যখন ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। ফলে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন ও অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডটি। এই অবস্থায় স্থানীয় অধিবাসীরা কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না।এর মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গাজায় ইন্টারনেট সরবরাহের জন্য ইলন মাস্কের প্রতি আহ্বান জানান। এরপরই শনিবার (২৮ অক্টোবর) এক ঘোষণায় ইন্টারনেট সংযোগ দেয়ার কথা বলেন মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

তিনি বলেছেন, গাজায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর জন্য ইন্টারনেট সংযোগ দেবে তার প্রতিষ্ঠান স্টারলিঙ্ক।

তবে এ ব্যাপারে গাজা থেকে এখনও কেউ তার সঙ্গে বা তার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন তিনি। এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মাস্ক বলেন, ‘গাজায় ইন্টারনেট সংযোগের কর্তৃপক্ষ কারা তা আমাদের জানা নেই। তবে আমরা জানি, এখন পর্যন্ত কেউ ইন্টারনেট সংযোগ চেয়ে কেউ আবেদন করেনি।’


এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে গাজায় যে হামলা হয়েছে সেগুলো বেশ তীব্র এবং অব্যাহত ছিল। এর আগে কখনো তারা এ ধরনের হামলা দেখেননি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলো হুঁশিয়ারি দিয়েছে, গাজাকে বহিঃবিশ্ব থেকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আর পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে যাওয়ায় গাজায় ইসরায়েলি বাহিনী যে যুদ্ধাপরাধ সংঘটিত করবে সেগুলো প্রকাশ না পাওয়ার শঙ্কা থেকে যাবে।

চ্যানেল ২৪ নিউজ জানায় -


Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!