গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, পক্ষে-বিপক্ষে যারা
অক্টো 19, 2023 / GMT+6
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার (১৮ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাবটি এনেছিল ব্রাজিল। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে গত কয়েকদিনে প্রস্তাবটির ওপর ভোটাভুটি ২ বার বিলম্বিত হয়। তবে আজ ভোটাভুটি হলেও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে রাশিয়া ও ব্রিটেন ভোটদানে বিরত ছিল।
এ ছাড়া বৈঠকে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২টি দেশ। দেশগুলো হলো- ফ্রান্স, চীন, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, গ্যাবন, ঘানা, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
ভোটের পর জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে বলেছেন, আমরা কূটনৈতিকভাবে কঠোর পরিশ্রম করছি। হ্যাঁ, খসড়া প্রস্তাবটি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই পরিষদকে অবশ্যই কথা বলতে হবে। কিন্তু আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করি, সেগুলো অবশ্যই সংঘাত স্থল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হতে হবে। প্রত্যক্ষ কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে হবে। যা মানুষের জীবন বাঁচাতে পারে। পরিষদকে এই অধিকার রক্ষা করতে হবে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, আমরা আবারও ভণ্ডামি এবং আমাদের মার্কিন সহকর্মীদের দ্বিমুখী নীতির সাক্ষী হয়েছি।
এর আগে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সহিংসতার নিন্দা জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে ভোটাভুটিতে ওই প্রস্তাব পাস হয়নি।
সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৪টি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ ৪ দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল আরও ৬ দেশ। সূত্র: রয়টার্স