গাজায় গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করতে হবে: আয়ারল্যান্ড

     অক্টো 19, 2023 / GMT+6

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আয়ারল্যান্ড। দেশটি বলেছে, গাজার হাসপাতালে গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করতে হবে।

মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ বোমা চালায় ইসরায়েল। এতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরো বহু মানুষ। এছাড়াও আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে মারাত্মক বিমান হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে বলে বুধবার বলেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স।

ইতালিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, ‘এটি (হামলার ঘটনা) কীভাবে ঘটেছে, কারা দায়ী এবং এর পরিণতি কী তা সম্পর্কে একটি নির্ভরযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্সকে উদ্ধৃত করে অনলাইন আইরিশ সংবাদপত্র জার্নাল.আইই জানিয়েছে, ‘গাজার হাসপাতালে হামলা অবশ্যই যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত।’


বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে করে হিগিন্স বলেন, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাদ্য ও পানির অভাবের কারণে ইতোমধ্যেই খুব চাপের মধ্যে বসবাস করছে। ইসরায়েলে হামাসের হামলার কথা উল্লেখ করে হিগিন্স বলেন, ‘আমি আগের মতো এখনও সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকদের ওপর আক্রমণের বিষয়ে বিদ্বেষ প্রকাশ করছি।’

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আইরিশ প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল-ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংঘাত সমাধানের জন্য ‘টেকসই আগ্রহ’ রয়েছে। তার দাবি, ‘আমরা সবাই জানি, ফিলিস্তিনি জনগণের সবাই হামাস নয়।’

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!