গাজায় স্থল-আকাশ-সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

     অক্টো 15, 2023 / GMT+6

গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলে হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে ক্রমাগত বিমান হামলা ও রকেট নিক্ষেপ করে আসছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সম্পূর্ণ নিমূল’ লক্ষ্যে পরবর্তী পর্যায়ের হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। 


তবে ঠিক কবে থেকে এই অভিযান শুরু হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উত্তর গাজা থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।


ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এ হামলা কবে, কখন শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি তারা।


এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাতের ‘পরবর্তী পর্যায়’ আসছে। তিনি ইসরায়েলি সেনাদের এ কথা বলেছেন।


ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আসন্ন অভিযানকে বিস্তৃত পরিসরের আক্রমণ হিসেবে অভিহিত করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় যুদ্ধসরঞ্জাম ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। কৌশলগতভাবে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অংশ নেবেন।


অভিযানটি যে ব্যাপক হবে, তা ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে অভিযানটি দীর্ঘমেয়াদিও হতে পারে।


ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাদের একটি বড় ধরনের স্থল অভিযানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।


ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির ইঙ্গিত অনুযায়ী, গাজায় একটি বড় ধরনের স্থল অভিযান শুরু হতে যাচ্ছে।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!