ছবি ভাইরালের পর নিজ পরিবারের হাতে তরুণী খুন

     নভে 29, 2023 / GMT+6

অনার কিলিংয়ের যা পরিবারের সম্মান রক্ষায় হত্যা বলে জানানো হয়, এই ঘটনায় প্রাণ গেছে ১৮ বছর বয়সী এক তরুণীর। এ ঘট ঘটেছে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল কোহিস্তানে। ভাইরাল হওয়া ওই ছবিতে তরুনী কে একজন যুবকের সঙ্গে নাচতে দেখা যায় যাতে পরিবার ক্ষুদ্ধ হয়ে ওই তরুণীকে হত্যা করে।

কিন্তু এ ব্যাপারে পুলিশ সন্দেহ করছে যে ভাইরাল হওয়া ওই ছবিটি সম্পাদনা করে বিকৃত করা হয়েছিল। 

বিবিসি  এক প্রতিবেদনে বলেছে যে কোহিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে ঘটনাটি ঘটে গত সপ্তাহে। একটি উপজাতীয় সালিশে তথা প্রবীণদের নির্দেশে তরুণীর বাবা ও চাচা মিলে তাকে গুলি করে হত্যা করে। 

এ ঘটনার প্রেক্ষিতে বাবাকে ইতিমধ্যেই পুলিশ হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে তবে চাচা পলাতক রয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

এছাড়া আরো জানা গেছে যে ছবিতে যে যুবককে দেখা গেছে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছেন । তবে তাঁকেও হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে যে দুটি ছবির ক্ষেত্রেই ফটোশপের কারসাজি ছিল বলে তারা ধারণা করছে। তারা বলেন, একটি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছিল। এই ধরনের কাজের পেছনে করা রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!