জোটের প্রতীকের জন্য ৩ দিনের মধ্যে আবেদন করতে হবে

     নভে 16, 2023 / GMT+6

আগামী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে প্রতীকের জন্য আগামী ৩ দিনের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। আজ সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যা ইতোমধ্যেই তফসিল ঘোষণা করে জানানো হয়েছ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে যা গণপ্রতিনিধিত্ব আইন অনুসারে এ বিধান রয়েছে। এমন প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের বিধান রয়েছে। 

যেহেতু গতকাল বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই নির্বাচনী জোটের প্রতীকের জন্য তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদনের অনুরোধ জানানো হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!