ঢাকার ২০ আসনে ১২৩ জনের মনোনয়নপত্র জমা
নভে 28, 2023 / GMT+6
আসন্ন আগামী ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার ২০টি আসনের বিপরীতে মোট ১২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
তিনি আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান এছাড়া আজ মোট ৬ জন মনোনয়নপত্র জমা দেন যার মধ্যে আওয়ামী লীগ ও বিএনএফের দুই জন করে ৪ জন এবং বিএসপি ও জাকের পার্টির একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।
তবে তিনি মনোনয়নপত্র জমা ও সংগ্রহের পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, আমাদের ৫১টি অফিসের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি বলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারছি না বলে জানান তিনি।
জানা গেছে যে, ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা ৪ থেকে ঢাকা ১৮ আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ঢাকা বিভাগীয় কমিশনার।