দেশের সব থানার ওসি বদলির নির্দেশ ইসির

     ডিসে 1, 2023 / GMT+6

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে এ নির্দেশনা দিয়েছে ইসি বলে জানা গেছে।

গতকাল ৩০ নভেম্বর নির্বাচন কমিশন ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বলে জানা গেছে।

ইসি জানায় যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে এবং এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ইসি আরো জানায়, এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  নির্দেশিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিনীত অনুরোধ করা হয়েছে।

সোর্স : ঢাকা পোস্ট 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!