দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে ৬৫৩ বিচারিক হাকিম : ইসি
নভে 25, 2023 / GMT+6
আগামী ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধ এর বিচার করার জন্য ভোটের আগে-পরে মোট পাঁচদিনের জন্য ৬৫৩ জন বিচারিক হাকিম মাঠে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে রিকুইজিশন দেযা হয়েছে।
আজ শনিবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মো. মাহবুবার রহমান জানান যে ইতিমদ্ধেই নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে রিকুইজিশন দিয়েছে। ভোটের আগে দুদিন, ভোটের দিন এবং ভোটের পরে আরও দুদিন ৬৫৩ জন বিচারিক হাকিম কাজ করবেন।
তিনি জানান যে নির্বাচন ঘিরে অনিয়ম নিষ্পত্তির জন্য সারা দেশের ৩০০ আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গত ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করেছিল ১২২টি কমিটি।
তিনি আরো জানান যে, আগে বিচারিক কর্মকর্তারা যারা আসতেন তারা বিচারিক অফিসও করতেন। কিন্তু এবার কমিশনের অনুরোধে সুপ্রিম কোর্ট তাদের ফুলটাইমের জন্য নিয়োগ দিয়েছেন। তাই উনারা সবসময় নির্বাচন ঘিরে নানা অনিয়ম নিষ্পত্তির জন্য কাজ করবেন বলে জানান ইসির এই যুগ্ম সচিব।