নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব ওবায়দুল কাদের
নভে 10, 2023 / GMT+6
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে থাকছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কো-চেয়ারম্যান পদ শূন্য রেখেই আওয়ামী লীগের এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়া আরো ১৪ টি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে৷
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নিয়ে হয় বলে জানানো হয় যা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে এবং মনোনয়ন ফরম ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
অনলাইনেও এবার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন -