বিশ্বকাপের ব্যর্থ মিশন থেকে কত টাকা নিয়ে ঘরে ফিরবে বাংলাদেশ?

     নভে 1, 2023 / GMT+6

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু টানা ছয় ম্যাচে পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে টাইগাররা। তাতে পরের বিশ্বকাপে চোখ রেখে ফিরতে হবে ঘরের মাটিতে। তবে ফেরার আগে বৈশ্বিক এই টুর্নামেন্ট কিছু টাকাও সঙ্গে নিয়ে আসবে বাংলাদেশ দল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে বাংলাদেশ। এই হারের পরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। আর তাই টুর্নামেন্টের বাকি দুটি ম্যাচ কেবলই নিয়ম রক্ষার।  

ফলে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে পরের বিশ্বকাপে চোখ রেখে ফিরতে হবে ঘরের মাটিতে। তবে টাইগার বাহিনী খালি হাতে ফিরবে না। কিছু টাকা সঙ্গে করেই ফিরবে সাকিব আল হাসানের দল।

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৪৪ কোটি টাকার ওপরে (৪০ লাখ মার্কিন ডলার)। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। অর্থাৎ প্রায় ২২ কোটি টাকা (২০ লাখ মার্কিন ডলার)। 


সেমিফাইনালে থেকে বাদ পড়া দুটি দল পৃথকভাবে পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকার ওপরে (৮ লাখ ডলার)। অন্যদিকে প্রথম পর্ব থেকে বাদ পড়া ছয় দল পাবে ১ লাখ ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকার ওপরে। আর প্রতি জয়ের জন্য দেয়া হবে প্রায় ৪৪ লাখ টাকা করে। 

এ হিসাবে বাংলাদেশ প্রথম রাউন্ডে খেলার জন্য পাবে ১ কোটি ১০ লাখ টাকার বেশি। আর এখন পর্যন্ত এক জয়ের কারণে সেই পরিমাণ দেড় কোটির বেশি হবে। এখনও আরও দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। এর মধ্যে একটিতে জিততে পারলে সাকিবের দল মোট পাবে প্রায় ২ কোটি টাকা। আর দুটিতেই জিতলে সেই অংক গিয়ে দাঁড়াবে প্রায় আড়াই কোটি টাকাতে। 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!