মাঠের খেলার চেয়ে মারামারিতেই ওদের মনোযোগ বেশি

     নভে 22, 2023 / GMT+6

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচে উত্তাপ-উত্তেজনায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থক। ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালেই দুয়োধ্বনি দিতে শুরু করেন ব্রাজিলের কিছু সমর্থক এবং এক পর্যায়ে দুই পক্ষের দর্শকদের সামাল দিতে লাঠিচার্জের আশ্রয়ও নিয়েছিলেন স্থানীয় পুলিশ।

আর্জেন্টাইন অধিনায়ক মেসি ব্রাজিলের দাঙ্গাপুলিশের এমন মারমুখী আচরণ ভালোভাবে নেননি। এছাড়া দলের অন্যরাও জড়ো হয়েছিলেন গ্যালারির সামনে। একপর্যায়ে প্রতিবাদ জানাতে দলকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন মেসি। ফলে খেলা বন্ধ ছিল আধাঘণ্টা ধরে। পরে খেলা শেষে ব্রাজিল পুলিশের এমন আচরণের নিন্দা জানিয়েছেন মেসি। 

মাঠের খেলার দিকে ব্রাজিলিয়ানদের মনোযোগ নেই বলে সরাসরি কটাক্ষ করেছেন মেসি। তিনি বলেন যে আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলের পুলিশ)। এসময় তিনি বলেন মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকে।

এছাড়া তিনি বলেন  'আমরা একটা পরিবার'। তিনি জানান পরিস্থিতি শান্ত করতেই আমরা ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ রাতের এই ম্যাচে আমরা ইতিহাস সৃষ্টি করেছি।

ম্যাচটিতে ১-০ গলে জয় তুলে নেন আর্জেন্টিনা। খেলার ৬৩ মিনিটের মাথায় গোল করেন নিকোলাস ওটামেন্ডি। এরপর ৮১ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ব্রাজিলের জোলিন্টন। পরে ১০ জন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে। 

মেসি বলেন যে এটা বলা গুরুত্বপূর্ণ যে এই ম্যাচ আরও একবার আর্জেন্টাইনদের প্রতি ব্রাজিলিয়ানদের মনোভাব চিহ্নিত করে দিবে। এটা মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে এসব বন্ধ করতে বলেছেন।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!