মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাস
নভে 3, 2023 / GMT+6
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ১৪.৩ বিলিয়ন বা ১৪৩০ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা বিল পাস হয়েছে যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল হামাস যুদ্ধ চলছে। তবে বিলটি সিনেটে পাস হওয়ার সম্ভাবনা নেই বলে অনুমান করা হচ্ছে। খবর আনাদোলু।
প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২২৬টি ভোটের বিপরীতে ১৯৬টি ভোট পড়ে। ১২ জন ডেমোক্রেট সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন আর দুই জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
সেনেট নেতা চাক শুমার এই বিলকে “গভীর ত্রুটিযুক্ত” বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের উচ্চ পরিষদ যেখানে ডেমোক্রেটদের কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে সেখানে এটি পাস হতে পারবে না।
প্রেসিডেন্ট জো বাইডেন যিনি নিজেও একজন ডেমোক্রেট, বিলটি তার টেবিলে গেলে সেটিতে ভেটো দেওয়ার অঙ্গীকার করেছেন।
আনাদোলু বলছে, ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়াও ইউক্রেনের বাহিনীকে শক্তিশালী করতে অতিরিক্ত অর্থায়নের জন্য প্রেসিডেন্ট বাইডেন আরও ৬১ বিলিয়ন ডলারের অনুরোধ করেছিলেন।
এদিকে গাজায় মুহুর্মুহুর রকেট হা'ম'লা চালাচ্ছে ইসরায়েলে খবর চ্যানেল 24 -