মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন আজ: বন্ধ থাকবে বাণিজ্যিক চলাচল

     নভে 4, 2023 / GMT+6

আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তিনি আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেন উদ্বোধন করে ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। এই উদ্বোধন উপলক্ষে আজ মেট্রোরেলে বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ থাকবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী মতিঝিল যাওয়ার পর সেখানে এমআরটি নর্দান রুটের ও কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে এমআরটি-৫-এর ফলক উন্মোচন করবেন। এমআরটি লাইন-৫-এর আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার পাতাল রেল আর সাড়ে ৬ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে।

আজ  উদ্বোধনের পর আগামীকাল  ৫ নভেম্বর থেকে আবার সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে মেট্রোরেল। আগামীকাল  থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল আগের নিয়মে চলাচল করলেও আগারগাঁও-মতিঝিল অংশে চলাচল আপাতত সীমিত রাখা হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর করার মাধ্যমে এই এমআরটি লাইন-৬-এর দ্বিতীয় অংশে মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো– ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। এই তিনটি স্টেশন দিনের শুরুতে কেবল চার ঘণ্টার জন্য চালু রাখা হবে।


আগামীকাল ৫ নভেম্বর থেকে মেট্রোরেলে চলাচলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে যা  সকালে ১ ঘণ্টা বাড়িয়ে সাড়ে ৮টার পরিবর্তে সকাল সাড়ে ৭টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। তবে চলাচল বন্ধের সময় রাত সাড়ে ৮টা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া কেবল সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এর চলাচল। কেবল উত্তরা উত্তর থেকে আগারগাঁও মেট্রোরেল চলাচল করবে রাত সাড়ে ৮ টা পর্যন্ত।

এ ব্যাপারে সময় টিভি জানায়  - 


Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!