রাজধানীর শ্যামলী-ভাটারায় আরও ২ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
নভে 1, 2023 / GMT+6
রাজধানীর শ্যামলী ও ভাটারা এলাকায় আরও দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই দুটি ভিন্ন ঘটনায় কেউ আহত হয়নি। দুর্বৃত্তরা ওয়েলকাম পরিবহন কোম্পানির একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামলীতে।
আজ সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী চত্বরের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইমরুল বলেন, 'সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠে আগুন দেয়।' তিনি বলেন, পুলিশ ও আশেপাশের লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
সন্ধ্যা ৭টায় যমুনা ফিউচার পার্কের কাছে আরেকটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, যেখানে আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিসের দুটি দল পৌঁছেছে এবং তারা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছে।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, 'বৈশাখী পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে দিয়ে ঘোরানোর সময় ২ জন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।'
আজ সকাল ১১ টা ৫৫ মিনিটের দিকে মুগদায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও কাফরুলে অন্য একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে যমুনা টিভি জানায় -