সন্ত্রাসীদের তালিকা করে গ্রেফতারের নির্দেশ ইসির

     ডিসে 4, 2023 / GMT+6

সন্ত্রাসীদের তালিকা তৈরী করে সে অনুযায়ী তাদের গ্রেফতারের ব্যবস্থা নিতে ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বলা হয়েছে যে আসন্ন ২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ ইসির এবং এর সাথে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান  এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।


জানা গেছে যে যেসকল কেন্দ্র গুলো বেশি ঝুঁকিপূর্ণ সেখানে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ ইসির। এছাড়া নির্দেশনায় পক্ষপাতমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের।

নির্বাচন কমিশন মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তথ্য মতে আজ (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এরপর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে নির্বাচনের মূল প্রচার-প্রচারণা।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!